বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২০ উপলক্ষে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) পক্ষ থেকে কারিগরি শিক্ষাবোর্ডের অধীন টেকনিক্যাল স্কুল ও কলেজ, কারিগরী কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানের গ্রাফিক ডিজাইন এবং ইলেকট্রিক্যাল ইনস্টলেশন ও মেইনটেন্যান্স ট্রেডের শিক্ষার্থীদের জন্য অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
রেজিস্ট্রেশনের সময়কাল: ২–৯ জুলাই ২০২০
এই কুইজ প্রতিযোগিতার রেজিস্ট্রেশন ও প্রতিযোগিতা অনলাইনে অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রথমে ilo.onlinequiz.io ঠিকানায় গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
কুইজে রেজিস্ট্রেশন করার ধাপগুলো ছবিসহ বর্ণনা রয়েছে ilo.onlinequiz.io/faq পাতায়। অথবা এই লিংকে ক্লিক করে স্লাইড হিসেবে দেখা যাবে।
অংশগ্রহণকারীরা যেকোনো স্থান থেকে ইন্টারনেট-সংবলিত ওয়েব ব্রাউজ করার ব্যবস্থা আছে এমন ডিজিটাল ডিভাইসে (স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাব, ডেস্কটপ কম্পিউটার) অংশগ্রহণ ও রেজিস্ট্রেশন করতে পারবে।
কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে দুই ক্যাটাগরিতে—
গ্রাফিক ডিজাইন
ইলেকট্রিক্যাল ইনস্টলেশন ও মেইনটেন্যান্স
কুইজ প্রতিযোগিতায় গ্রাফিক ডিজাইন এবং ইলেকট্রিক্যাল ইনস্টলেশন ও মেইনটেন্যান্স বিষয়ে প্রশ্ন থাকবে।
সঠিক উত্তরের জন্য নম্বর পাওয়া যাবে। ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না।
কুইজের প্রশ্ন বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই থাকবে।
কুইজের প্রশ্নগুলো দুই রকম হবে। কিছু প্রশ্ন থাকবে এমসিকিউ ধরনের, যেখানে ৩/৪/৫টি অপশন থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। বাকি প্রশ্নের উত্তর হবে কোনো একটি সংখ্যা। সংখ্যাটি নির্দিষ্ট বক্সে লিখতে হবে।
প্রতিযোগিতায় প্রতিটি পর্বের সময় ৩০ মিনিট। পর্ব অনুসারে ২০-৫০ প্রশ্ন থাকতে পারে।
কুইজ প্রতিযোগিতা তিনটি ধাপে অনুষ্ঠিত হবে
মক টেস্ট
বাছাইপর্ব
চূড়ান্ত পর্ব
মক টেস্টের তারিখ: ৮ জুলাই ২০২০, বুধবার।
মক টেস্টের সময়: বিকেল ৪টা থেকে ৪টা ৩০ মিনিট।
রেজিস্ট্রেশনকৃত সব শিক্ষার্থী মক টেস্টে অংশ নিতে পারবে।
মক টেস্টে অংশ নেওয়ার জন্য নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে ilo.onlinequiz.io ঠিকানায় অংশগ্রহণের লিংক পাওয়া যাবে। এ ছাড়া রেজিস্ট্রেশন করা সব শিক্ষার্থীকে ই–মেইলে মক টেস্টের লিংক প্রদান করা হবে।
মক টেস্ট থেকে মূলত কীভাবে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তার একটি পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যাবে। এটা সবার জন্য বাধ্যতামূলক না। এটি একটি প্রস্তুতিমূলক টেস্ট।
মক টেস্টে অংশ না নিয়েও একজন শিক্ষার্থী বাছাইপর্বে অংশ নিতে পারবে। তবে মক টেস্টে অংশ নিলে বাছাইপর্বের প্রতিযোগিতায় অংশ নেওয়া সহজ হবে বলে সবাইকে অংশ নিতে উৎসাহিত করা হচ্ছে।
মক টেস্টের কোনো নম্বর থাকবে না, চূড়ান্ত প্রতিযোগিতার মতো হবে, তবে স্কোর গণনা করা হবে না এবং মক টেস্টের ফলাফলও প্রকাশ করা হবে না।
মক টেস্টে যদি অংশগ্রহণকারীদের কোনো অসুবিধার সম্মুখীন হতে হয় তবে তারা তাদের সমস্যা সমাধানের জন্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানাতে পারবে।
বাছাইপর্বের তারিখ: ১০ জুলাই ২০২০, শুক্রবার।
বাছাইপর্বের সময়: বিকেল ৪টা থেকে ৪টা ৩০ মিনিট।
রেজিস্ট্রেশনকারী সব শিক্ষার্থী বাছাইপর্বে অংশ নিতে পারবে।
বাছাইপর্বে অংশ নেওয়ার জন্য নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে ilo.onlinequiz.io ঠিকানায় অংশগ্রহণের লিংক পাওয়া যাবে। এ ছাড়া রেজিস্ট্রেশন করা সব শিক্ষার্থীকে ই–মেইলের মাধ্যমে বাছাইপর্বের লিংক প্রদান করা হবে।
বাছাইপর্বে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে সর্বোচ্চ সঠিক উত্তর প্রদানকারী শিক্ষার্থীদের মধ্য থেকে নির্ধারিত সংখ্যক শিক্ষার্থী চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হবে।
চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের মোবাইলে এসএমএস ও ই–মেইলের মাধ্যমে ফলাফল জানিয়ে দেওয়া হবে এবং নির্বাচিতদের তালিকা ilo.onlinequiz.io ঠিকানায় প্রকাশ করা হবে।
চূড়ান্ত পর্বের তারিখ: ১২ জুলাই ২০২০, রোববার।
চূড়ান্ত পর্বের সময়: বিকেল ৪টা থেকে ৪টা ৩০ মিনিট।
শুধু বাছাইপর্ব থেকে নির্বাচিত শিক্ষার্থীরা চূড়ান্ত পর্বে অংশ নিতে পারবে।
চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার জন্য নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে ilo.onlinequiz.io ঠিকানায় অংশগ্রহণের লিংক পাওয়া যাবে। এ ছাড়া নির্বাচিত শিক্ষার্থীদের ই–মেইলে মাধ্যমে চূড়ান্ত পর্বের লিংক প্রদান করা হবে।
চূড়ান্ত পর্বে সর্বোচ্চ নম্বরপ্রাপ্তির ভিত্তিতে প্রতি ক্যাটাগরিতে ১০ জন করে দুই ক্যাটাগরিতে মোট ২০ জন শিক্ষার্থীকে বিজয়ী করা হবে।
চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের মোবাইলে এসএমএস ও ই–মেইলের মাধ্যমে ফলাফল জানিয়ে দেওয়া হবে এবং নির্বাচিতদের তালিকা ilo.onlinequiz.io ঠিকানায় প্রকাশ করা হবে।